প্রায় এক সপ্তাহ ধরে তালিবানরা আফগানিস্তান দখল করে রেখেছে। সমস্ত দোকানপাট, সরকারী এবং বেসরকারী সমস্ত দপ্তরও বন্ধ করে রেখেছে তারা। আতঙ্কে সাধারণ মানুষ রাস্তায় বেরোবার সাহস পাচ্ছে না। এমন অবস্থায় বহু মানুষ বাড়িঘর ফেলে রেখে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। হাজার হাজার মানুষ জীবন বাঁচানোর তাগিদে ভিড় জমিয়েছে বিমান বন্দরে। দেশ ছাড়ার জন্য মানুষ বিমানের গায়ে ঝুলে পড়তেও দ্বিধাবোধ করছে না তারা।
ইতিমধ্যে বিমানবন্দরে দুর্ঘটনার কিছু ছবি এবং ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বহু মানুষই তা নিয়ে মর্মাহত হয়েছেন। ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি শিশুর এক হাত ধরে কাঁটা তারের সামনে থেকেই টেনে তুলছেন মার্কিন সেনারা। এইভাবে ওপরে তুলতে গিয়ে শিশুটির পড়নের বেবি ডাইপার পর্যন্ত খুলে যাচ্ছে। কাঁটাতারের এপারে থাকা বাবা-মা অন্তত শিশুটি যাতে প্রাণে বেঁচে যায় এই আশা নিয়ে মার্কিন সেনাদের হাতে তুলে দিয়েছিলেন।
আরও পড়ুন
বন্ধ দরজার ওপারের অজানা রহস্যের আশঙ্কায় এই দরজাগুলি খোলা হয় না, রয়েছে ভারতের দুটি দরজাও

তবে এখন শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী মার্কিন নিরাপত্তা দপ্তর জানায় বর্তমানে শিশুটির চিকিৎসার প্রয়োজন। মেরিন পুলিশের মুখপাত্র জিম স্টেনগার জানিয়েছেন শিশুটি তাঁদের নজরদারিতে বিমানবন্দরে সুরক্ষিত আছে। তবে ফোর্বস এর পক্ষ থেকে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে শিশুটি এবং তার বাবা মায়ের ভবিষ্যৎ নিয়ে কোনো তথ্য দেননি জিম স্টেনগার। পরিবারের বাকি সদস্যদের বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত বর্তমানে বিমানবন্দর পাহারা দিচ্ছে প্রায় ৬,০০০ আমেরিকান সেনা। তবে বিমানবন্দরের বাইরে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে তালিবানরা।
মার্কিন নেভি পেন্টাগনের মুখপাত্র জন কীর্বি এফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ওই শিশুটির প্রতি সহানুভূতিশীল হয়েই এই কাজটি করা হয়েছে।” এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন সেনাদের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু ভিডিও এবং ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনারা আফগানি মানুষদের সাহায্য করছেন। শিশুদের উদ্ধার করার চেষ্টা করছেন। একটি ছবিতে দেখা যায় শিশু কোলে নিয়ে হাসছেন এক মার্কিন সেনা। সদ্যোজাত শিশুকে কোলে নেওয়ার ভঙ্গিতে আগলে রেখেছেন তিনি। চারিদিকে মার্কিন সেনারা পাহারা দিচ্ছে। আরও কিছু ছবিতে দেখা যাচ্ছে মার্কিন মহিলা সেনারা বাচ্চাদের কোলে নিয়েছেন, জল খাওয়াচ্ছেন। ছবিগুলি টুইটারে শেয়ার করে মার্কিন কংগ্রেসম্যান পিটার মেইজার বলেন, “আমাদের এই আমেরিকাই প্রয়োজন”