৩ জুন, ২০২৩শনিবার

৩ জুন, ২০২৩শনিবার

আঙুলের নখে অলিম্পিকের লোগো এঁকে তাক লাগালেন শিলিগুড়ির যুবক

অলিম্পিকের সময় সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরতে এবং দেশের ক্রীড়াবিদদের উৎসাহ দিতে অভিনব শিল্প সৃষ্টি করলেন শিলিগুড়ির তরুণ আনিসুর রহমান। তিনি হাতের নখের মধ্যে অলিম্পিকের লোগো আঁকেন। বাংলার এই তরুণের তৈরি শিল্প ইতিমধ্যেই সারা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে।

 

আনিসুর রহমান শিলিগুড়ির শান্তিনগর এলাকায় বসবাস করেন। ক্ষুদ্র শিল্প কর্মের মাধ্যমে অতীতেও অজস্রবার তাক লাগিয়ে দিয়েছেন। মূলত সাম্প্রতিক বিষয়গুলিতেই তিনি তুলির মাধ্যমে প্রাণ দান করেন। এবারে অলিম্পিকের সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এবং অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদকে উৎসাহ দিতে তিনি নিজের বাম হাতের বুড়ো আঙ্গুলের নখে এই বিস্ময়কর শিল্প সৃষ্টি করেন।

আরও পড়ুন
সেদিন এই চা শ্রমিকদের ওপর শাসকের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদ করেননি গান্ধীজীও!

মাত্র ১ বর্গসেন্টিমিটার জায়গায় যেভাবে এই শিল্পী অলিম্পিকের পাঁচটি লোগো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অনবদ্য। টানা তিনদিনের চেষ্টায় তিনি এই শিল্প সৃষ্টি করেন। এর পাশাপাশি ওই লোগোর মধ্যে লিখে রেখেছেন ‘চিয়ার ফর ইন্ডিয়া’।আনিসুর রহমান তার এই শিল্পকে টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী দেশের প্রত্যেক ক্রীড়াবিদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি জানিয়েছেন নিজের শিল্প সৃষ্টির মাধ্যমে তিনি এইভাবেই ক্রীড়াবিদদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন।

 

শিলিগুড়ির আনিসুর রহমানের অবশ্য এটাই প্রথম শিল্প সৃষ্টি নয়, তিনি অতীতে অজস্র বিষয় তার নখের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর ফলে বিভিন্ন জায়গা থেকে রেকর্ড গড়ার স্বীকৃতিও পেয়েছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

7,808FansLike
20FollowersFollow

Latest Articles

error: Content is protected !!