৩ জুন, ২০২৩শনিবার

৩ জুন, ২০২৩শনিবার

পিথাগোরাসের জন্মেরও প্রায় ১০০০ বছর আগে ব্যাবিলনের মানুষ জানত তার সৃষ্টি উপপাদ্যের ব্যাপারে!

গণিতশাস্ত্রে পিথাগোরাসের ভূমিকার কথা কে না জানে। আজও এদেশের স্কুল কলেজগুলিতে পিথাগোরাসের উপপাদ্য পড়ানো হয়ে থাকে। যিশুখ্রীষ্টের জন্মেরও প্রায় ৫০০ বছর য়াগে সৃষ্টি পিথাগোরাস এই উপপাদ্য আবিষ্কার করেছিলেন যা আজও পৃথিবীর সমস্ত স্কুলে নিচু ক্লাস থেকেই পড়ানো হয়। তবে অতি সম্প্রতি একটি পুরাতাত্ত্বিক আবিষ্কারের ফলে অনুমান করা হচ্ছে যে পিথাগোরাসের জন্মেরও ১০০০ বছর আগে ব্যাবিলনের মানুষজন পিথাগোরাসের এই উপপাদ্য ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন।

 

পিথাগোরাসের জন্মেরও প্রায় ১০০০ বছর আগে ব্যাবিলনের মানুষ জানত তার সৃষ্টি উপপাদ্যের ব্যাপারে!

সাম্প্রতিকালে একটি পুরাতত্ত্ব খননকার্য চলাকালীন প্রায় ৩৭০০ বছর পুরোনো এসআই.৪২৭ নামক একটি মাটির ট্যাবলেটে সন্ধান পাওয়া গেছে। এই ধরণের মাটির ট্যাবলেটে বিভিন্ন সংখ্যা, নকশা খোদাই করা থাকত। এই সমস্ত লেখা পর্যবেক্ষণ করে পুরাতত্ত্ববিদরা অনুমান করছেন যে, ব্যাবিলনের মানুষ পিথাগোরাসেরও আগে তাঁর এই উপপাদ্য জানতেন। জমির সীমানা পরিমাপ করার কাজে নিখুঁতভাবে গণিতের ব্যবহার করতেন প্রাচীন ব্যাবিলনীয় মানুষরা।

 

আরও পড়ুন
আয়কর দপ্তরের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, ঠেলাগাড়িতে পান সিঙ্গারা বিক্রি করে কোটিপতি ২৫৬ জন

পিথাগোরাসের জন্মেরও প্রায় ১০০০ বছর আগে ব্যাবিলনের মানুষ জানত তার সৃষ্টি উপপাদ্যের ব্যাপারে!

খ্রিস্টপূর্ব ১৯০০ থেকে ১৬০০ শতকে খুঁজে পাওয়া এই ফলকটি নিয়ে গবেষণা করছিলেন নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যাথম্যাটিক্স বিভাগের দুই গবেষক ড্যানিয়েল এবং ম্যানফিল্ড। ফলকটি প্রথম খুঁজে পান ফরাসী পুরাতাত্বিক ভিনসেন্ট  সেয়িঁ। ড্যানিয়েল জানান, আয়তকার জমি সংক্রান্ত বিভিন্ন নিখুঁত হিসাবের বর্ণনা রয়েছে ফলকটিতে। তৎকালীন যুগে আজকের মতোই আয়তকার জমির জনপ্রিয়তা ছিলো। এই আবিষ্কারের ফলে নিশ্চিতভাবেই গণিতের দুনিয়ায় নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

7,808FansLike
20FollowersFollow

Latest Articles

error: Content is protected !!