২০ এপ্রিল, ২০২৪শনিবার

২০ এপ্রিল, ২০২৪শনিবার

করোনা সংক্রমণ ঠেকাতে বড়ো মহারাষ্ট্রে ঘোষিত হল নতুন ব্রেক দ্য চেন লকডাউন

মহারাষ্ট্র সরকার বড়ো সিদ্ধান্ত নিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পুরো রাজ্যে ১৫ দিনের লকডাউনের ঘোষণা করলেন। বুধবার রাত ৮টা থেকে গোটা রাজ্যে কার্ফু জারি হচ্ছে। গোটা রাজ্যে একমাত্র জরুরী পরিষেবা বাদ দিয়ে জারি হচ্ছে ১৪৪ ধারা। সম্পূর্ণ রাজ্যজুড়ে ১৮৯৭ সালের মহামারী আইন এবং ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলার উল্লেখ করে সরকারের তরফ থেকে এই লকডাউনের নাম দেওয়া হয়েছে ‘ব্রেক দ্য চেন’।

 

এই কার্ফু সম্পর্কে মোট ১৭ পাতার একটি নির্দেশিকা জারি করে বিস্তারিত জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। ওই নির্দেশিকায় বলা হয়েছে ১৪ এপ্রিল রাত ৮টা থেকে ১ মে সকাল ৭টা পর্যন্ত গোটা রাজ্যে এই কার্ফু বজায় থাকবে। এদিন সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, “১৪৪ ধারা জারি করা হচ্ছে সম্পূর্ণ রাজ্যজুড়ে। যা আগামীকাল রাত ৮টা থেকে জারি করা হবে। আমরা এটাকে লকডাউন বলতে চাই না”।

আরও পড়ুন
বাম-কংগ্রেস-আইএসএফ:  রাজনীতির নতুন ‘আগামী’ নাকি অসাম্প্রদায়িক শ্রেণীর রাজনীতি ভান মাত্র!

প্রসঙ্গত গোটা দেশজুড়েই করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। সারা দেশে যে রাজ্যগুলিতে এই সংক্রমণ বেশি ক্ষতিগ্রস্ত করেছে তার মধ্যে মহারাষ্ট্রের নামও রয়েছে। মহারাষ্ট্রে নাইট কার্ফু জারি করেও সংক্রমণ বৃদ্ধির রাশ টানা যাচ্ছিল না। মহারাষ্ট্রে এই ভাইরাসে গত মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ২১২ জন।

 

প্রতিনিয়ত বাড়তে থাকা আক্রান্তের কারণেই মহারাষ্ট্র সরকার গোটা রাজ্যজুড়ে নতুন করে কার্ফু জারি করার কড়া সিদ্ধান্ত নিয়েছে। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী পয়লা মে পর্যন্ত  সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল, থিয়েটার,র রেস্তোরাঁ, শপিং মল বন্ধ থাকবে। এমননী বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানও। তবে সরকারের তরফে জানানো হয়েছে যে হোটেলের টেক অ্যাওয়ে কাউন্টার এবং খাবার দাবারের হোম ডেলিভারি চালু থাকবে। এছাড়াও জরুরী ভিত্তির কাজে যারা যুক্ত রয়েছে তাদের পরিবহণের জন্য ট্রেন এবং বাস পরিষেবায় ছাড় থাকবে। খোলা থাকবে পেট্রোল পাম্পও বলে জানানো হয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

7,808FansLike
20FollowersFollow

Latest Articles

error: Content is protected !!