২৫ এপ্রিল, ২০২৪বৃহস্পতিবার

২৫ এপ্রিল, ২০২৪বৃহস্পতিবার

অলিম্পিকের ‘যৌনতা বিরোধী বিছানা’ নিয়ে বিতর্ক তুঙ্গে

গত ২৩ জুলাই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা টোকিও পৌঁছে গিয়েছেন। গেমস ভিলেজ ক্রমশ‌ই ভিনদেশী ক্রীড়াবিদদের কোলাহলে সরগরম হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদদের বিছানা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। অবশ্য এই বিষয়ে বিতর্ক বেশ কয়েক মাস ধরেই চলছিল। কিন্তু গেমস ভিলেজে আমেরিকার অ্যাথলিটরা গিয়ে পৌঁছানোর পর সে দেশের দূরপাল্লার দৌড়বিদ পল কেমিলোর একটি ট্যুইটকে কেন্দ্র করে এই বিতর্ক প্রবল আকার ধারণ করে।

https://twitter.com/Paulchelimo/status/1416240846039523331?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1416240846039523331%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Folympics-2020-the-truth-about-anti-sex-beds-at-the-olympics-village-2489679

আমেরিকার এই ক্রীড়াবিদ গত শনিবার ট্যুইটারে গেমস ভিলেজের বিছানার ছবি পোস্ট করেন। সেখানেই তিনি জানান ক্রিড়াবিদরা যাতে যৌন সম্পর্ক স্থাপন করতে না পারে সেই জন্য বিশেষ ‘যৌনতা বিরোধী’ বিছানার ব্যবস্থা করেছে অলিম্পিক আয়োজক কমিটি। এই বিছানাগুলি নাকি কার্ডবোর্ড দিয়ে তৈরি। পরে বিভিন্ন বিশেষজ্ঞ জানান এই বিছানায় ২০০ কেজি ওজন পর্যন্ত যেকোনও ক্রীড়াবিদ নিরাপদেই শুতে পারবেন, বসতে পারবেন, ইচ্ছে হলে লাফাতেও পারবেন। কিন্তু যুগলে যৌন সম্পর্ক স্থাপন করতে গেলেই তা তৎক্ষণাৎ ভেঙে পড়বে! এইভাবেই এই বিছানাগুলি তৈরি করা হয়েছে বলে স্বীকার করেও নিয়েছেন টোকিও অলিম্পিকের আয়োজকরা।

আরও পড়ুন
‘আইনের লম্বা হাত’ কিভাবে বাইকের হাতল ধরে আছে তা দেখে নিন

https://twitter.com/Olympics/status/1416938478701408256?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1416938478701408256%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Folympics-2020-the-truth-about-anti-sex-beds-at-the-olympics-village-2489679

উল্লেখ্য এবারের অলিম্পিকের প্রথমেই আয়োজকদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় করোনা সংক্রমনের প্রাদুর্ভাবের কারণে তারা এবারের অলিম্পিককে ‘যৌন সম্পর্ক মুক্ত’ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবারের মত এবারের অলিম্পিকেও গেমস ভিলেজে ঢোকার আগে ক্রীড়াবিদদের প্রায় ১৬ হাজার কন্ডোম দেওয়া হলেও স্পষ্ট জানানো হয়েছে সেগুলি গেমস ভিলেজে নয়, নিজের দেশে ফিরে যাওয়ার পর ক্রীড়াবিদরা যেন ব্যবহার করেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ঠাট্টা-তামাশা হয়নি। তবে আমেরিকার ক্রীড়াবিদ পল কেমিলোর ট্যুইটের পর গোটা বিষয়টি অন্যমাত্রা পেয়ে যায়।

https://twitter.com/aravosis/status/1416452187560071178?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1416452187560071178%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Folympics-2020-the-truth-about-anti-sex-beds-at-the-olympics-village-2489679

যদিও মার্কিন ক্রীড়াবিদের ট্যুইটের বিরোধিতা করে আয়ারল্যান্ডের ক্রীড়াবিদ রাইস ম্যাকক্লেনাঘান পাল্টা একটি ভিডিও ট্যুইটারে পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি ওই বিছানার উপর লাফিয়ে দেখান যে সেটি দিব্যি অক্ষত আছে। পরে সেই ট্যুইট রিপোস্ট করা হয় টোকিও অলিম্পিক কমিটির সরকারি অ্যাকাউন্ট থেকে। সেখানে স্পষ্ট জানানো হয় এই বিছানা সমস্ত ক্রীড়াবিদের জন্যই নিরাপদ, তবে তা তৈরি হয়েছে অলিম্পিকে যৌন সম্পর্ক নিষিদ্ধ থাকার বিষয়টি মাথায় রেখে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

7,808FansLike
20FollowersFollow

Latest Articles

error: Content is protected !!