কোভিড পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবনের অনেক অভ্যাসে পরিবর্তন এনেছে। বাড়ি থেকে বেরোলেই মাস্ক,স্যানিটাইজার নিয়ে বেরোনো, ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলা ইত্যাদি কোভিড পরিস্থিতির পূর্বে আমাদের ভাবতে হয়নি। ভ্যাকসিনেসেন প্রক্রিয়া চালু হওয়ার পর ইদানিং আরও একটি অভ্যাসের সংযোজন হয়েছে। ভ্যাকসিনেশন সার্টিফিকেট কিংবা কোভিড নেগেটিভ রিপোর্ট কাছে থাকা এখন বাধ্যতামূলক দেশের বিভিন্ন জায়গা কিংবা বিদেশ যাত্রার ক্ষেত্রে। এক কমেডিয়ান এই ঝামেলা থেকে রেহাই পেতে অনবদ্য এক রাস্তা খুঁজে নিয়েছেন।
স্ট্যান্ড-আপ কমেডি পেশা হওয়ার কারণে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় শো করতে যেতে হয় কমেডিয়ানদের। ফলত হোটেল, এয়ারপোর্ট, ক্যাফে সর্বত্র কোভিড সার্টিফিকেট দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে কমেডিয়ান অতুল ক্ষেত্রি এক বুদ্ধিদীপ্ত পথ বেছে নিয়েছেন। তিনি তাঁর টি- শার্টে নিজের কোভিড সার্টিফিকেট প্রিন্ট করিয়ে নিয়েছেন যাতে সবাই পরিষ্কারভাবে দেখতে পায়।
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার মহিলাদের মাথার চুল ছোটো করে প্রদর্শন, কেন জেনে নিন

টুইটারে টি-শার্টটি পরে ছবি আপলোড করার সময় তিনি লেখেন, “যেহেতু কাজ এবং ভ্রমণ শুরু হয়ে গেছে এবং আমি হোটেল, এয়ারপোর্ট ইত্যাদি জায়গায় কোভিড সার্টিফিকেট দেখাতে দেখাতে ক্লান্ত তাই এই আইডিয়া বের করলাম।” ।
“ফাইনাল সার্টিফিকেট ফর কোভিড- ১৯ ভ্যাকসিন” লেখা টি- শার্টে ভ্যাকসিন কোথায়, কবে নেওয়া হয়েছে ইত্যাদি ডিটেলস রয়েছে। টুইটার পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ৯,০০০ এর বেশী লাইক এবং মজাদার কিছু মন্তব্যের বন্যা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। এক টুইটার ব্যবহারকারী লেখেন অতুলের পোষ্টে লেখেন,”১৫ আগস্ট থেকে ট্রেন চালু হওয়ার পর মুম্বাইবাসিদের ড্রেস কোড।” ওই ইউজার ১৫ আগস্ট থেকে সম্পূর্ণ ভ্যাকসিনেটেড হওয়া মানুষদের জন্য লোকাল ট্রেন চালু হওয়ার বিষয়টিকে মজা করে এই মন্তব্য করেন।